ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনার আলোচিত হৃদয় হত্যা মামলার রায় আজ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ২৬ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১০:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২৩
বরগুনার আলোচিত হৃদয় হত্যা মামলার রায় আজ

বরগুনার আলোচিত হৃদয় হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ। এ মামলায় অভিযুক্ত ১৯ জনই কিশোর।  

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা করবেন শিশু আদালতের বিচারক ও সিনিয়র জেলা জজ মো. মশিউর রহমান খান। 

সকাল ৯ টায় বরগুনা জেলা কারাগার থেকে ১৬ কিশোরকে আদালতে উপস্থিত করা হয়েছে। বাকি ৩ অভিযুক্ত পলাতক রয়েছে। 

এর আগে ২০২০ সালে ২৫ মে ঈদের দিন বিকেলে বরগুনা সদরের গোলবুনিয়া এলাকায় নোমান কাজী, ইউনুস কাজীসহ ২৮ জন মিলে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে কিশোর সুজন হৃদয়কে। পরের দিন নিহত সুজন হৃদয়ের মা ফিরোজা বেগম বাদী হয়ে বরগুনা থানায় ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বরগুনা থানা পুলিশ ওই বছরের ১৬ নভেম্বর ১৬ জন কিশোর ও ৯ জন প্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে পৃথক দুটি চার্জশিট দাখিল করেন। পরে বাদির নারাজির প্রেক্ষিতে বিচারক আরো ৩ কিশোরসহ ১৯ জনের নামে চার্জ গঠন করেন। পরে এই মামলায় ১৮ জন সাক্ষ্য দিয়েছেন আদালতে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম মজিবুল হক কিসলু বলেন, শিশু আইন ২০১৩ অনুযায়ী একজন কিশোরকে সবোর্চ্চ সাজা ১০ বছরের বিধান থাকায় তাদেরকে ১০ বছর সাজা দেওয়া হতে পারে। আদালতে আমরা সফলভাবে আসামিদের বিরুদ্ধে ৩০২ ও ৩৪ ধারায় সাক্ষ্য প্রমাণ দিতে পেরেছি। 

ইমরান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়