ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ১৩ অক্টোবর ২০২৩  
চট্টগ্রামে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, আটক ৩

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সীতাকুণ্ডে সাগরে মাছ শিকার করায় জালসহ ৩ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩ কেজি ইলিশ, ১২০ কেজি সামুদ্রিক ছোট মাছ ও ২০ হাজার মিটার জাল। 

শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে সীতাকুণ্ডের গুলিয়াখালী ও ভাটিয়ারীর সন্দ্বীপ চ্যানেলে এ অভিযান পরিচালনা করা হয়। 

আরো পড়ুন:

সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান, প্রজনন মৌসুম হওয়ায় বর্তমানে সমুদ্রে ও নদীতে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার দায়ে বঙ্গোপসাগরের মোহনা থেকে সাতটি জালসহ তিন জেলেকে আটক করে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া গুলিয়াখালী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি ছোট মাছ ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়। অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।  

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়