ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নওগাঁয় বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ১৭ অক্টোবর ২০২৩   আপডেট: ১২:০৬, ১৭ অক্টোবর ২০২৩
নওগাঁয় বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মহাসড়কে অটোরিকশা চলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে নওগাঁয় ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাস ও অটোরিকশা মালিক-শ্রমিকরা। ফলে নওগাঁ থেকে ঢাকা-রাজশাহীসহ আন্তঃজেলা ও জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। এদিকে বাস ধর্মঘটের কারণে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস ও অটোরিকশা না পেয়ে গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে ইজিবাইকে করে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। এতে বেশি ভাড়া গুণতে হচ্ছে।  

জানা গেছে, সোমবার বিকেলে নওগাঁর মান্দায় ফেরিঘাট এলাকায় মহাসড়কে অটোরিকশা চালাতে বাধা  দেওয়াকে কেন্দ্র করে বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার পর গতকাল সন্ধ্যায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়ন ও মালিকরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয় ওই এলাকায়। শ্রমিকদের মারধরের প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে বাস ধর্মঘটের ডাক দেয় বাস মালিক শ্রমিকরা।

এ কে সাজু/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়