ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ২৮ অক্টোবর ২০২৩  
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ 

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা জাকের পার্টির উদ্যোগে উপশহর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি প্রেসক্লাব যশোর হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে পথসভা করে।

পথসভায় জাকের পার্টির জেলা সভাপতি মহিদুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের অবৈধ রাষ্ট্র ইসরাইল যুগের পর যুগ ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্যাতন, নিপীড়ন ও ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। সাম্প্রতিককালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী মুসলমানদের ওপর বিমান হামলা চালিয়ে নারী, শিশু নির্বিশেষে সাধারণ ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যা ও তাদের ধর্মীয় স্থাপনাসহ ঘর-বাড়ি ধ্বংস করে চলেছে। 

ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত এ হত্যাযজ্ঞ ও বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। আহ্বান জানান তিনি।

মিছিলে পার্টির স্বেচ্ছাসেবক ফ্রন্ট, কৃষক ফ্রন্ট, মৎস্য চাষী ফ্রন্ট, যুব ফ্রন্ট, মহিলা ফ্রন্ট ও শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা অংশ নেন।

/রিটন/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়