ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লালমনিরহাটে নকল সিগারেটসহ যুবক আটক

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ৩ নভেম্বর ২০২৩  
লালমনিরহাটে নকল সিগারেটসহ যুবক আটক

লালমনিরহাটে ৮০০ প্যাকেট নকল ডার্বি সিগারেটসহ শহিদুল ইসলাম (৩৫) নামের যুবককে গত বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে ব্রিটিশ আমেরিকান ট্যোব্যাকো কোম্পানির কর্মকর্তা কাজী মর্তুজা রেজা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলা করেন। আটক যুবকের নাম শহিদুল ইসলাম। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার শিবু এলাকার লোকমান হাকিমের ছেলে। 

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নকল সিগারেট প্রস্তুত করে শহরের মিশন মোড়ের বাজারে সরবরাহ করার সময় স্থানীয়দের সন্দেহ হলে বিক্রেতা শহিদুল ইসলামকে বস্তাসহ আটক করে পুলিশে সোপর্দ করে। সেই বস্তা থেকে ৮০০ প্যাকেট নকল ডার্বি সিগারেট জব্দ করা হয়। ব্রিটিশ আমেরিকান ট্যোব্যাকো কোম্পানির ব্যান্ডরোল নকল করে এ সব সিগারেট প্রস্তুত করা হয়েছে।

আরো পড়ুন:

তিনি আরও বলেন, এ ঘটনায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির কর্মকর্তা কাজী মর্তুজা রেজা বাদী হয়ে শহিদুলের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা করেছেন।
 

জামাল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়