ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুবক খুন: ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ১২ নভেম্বর ২০২৩  
যুবক খুন: ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে বাস চলাচল বন্ধ

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রাজ্জাক রাকিব (২৪) নামে এক যুবক খুন ও দুই বাস চালক আহতের প্রতিবাদে ময়মনসিংহ-নেত্রকোনা রুটে ৯ ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। 

রোববার (১২ নভেম্বর) ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ময়মনসিংহের সব আঞ্চলিক সড়ক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখা হয় বলে জানান জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু।

আরো পড়ুন:

তিনি বলেন, শনিবার রাত ৮টার দিকে ময়মনসিংহ-শম্ভুগঞ্জ সড়কের চায়না মোড় এলাকার টুলবক্সে আব্দুর রাজ্জাক রাকিব নামে এক যুবককে খুন এবং বাস চালক সাদেক আলী ও শহিদ মিয়াকে আহত করার ঘটনায় যান চলাচল বন্ধ রয়েছে। আমরা শ্রমিক ইউনিয়ন এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছি। 

শনিবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকার টুলবক্স এলাকায় নগরীর চরপাড়া এলাকার সাবেক যুবলীগ নেতা শাওন পারভেজ ও তার নেতাকর্মীরা সাইড না দেয়ায় এক ট্রাক চালককে মারধর করছিল। এ সময় ট্রাক চালককে মারধর করতে দেখে স্থানীয় বাস চালকসহ অন্যরা ঝগড়া থামাতে আসেন। এতে শাওন পারভেজ ও তার কর্মীরা ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে অস্ত্র বের করে কুপিয়ে ও ছুরিকাঘাতে আব্দুর রাজ্জাক রাকিব, সাদেক আলী, শহিদ মিয়া নামে ৩ জনকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাক রাকিবকে মৃত ঘোষণা করেন এবং অপর দু'জনকে হাসপাতালে ভর্তি করেন। নিহত আব্দুর রাজ্জাক রাকিব নগরীর ৩২ নম্বর ওয়ার্ড কালীবাড়ি এলাকার ওসমান গণির ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, এই ঘটনায় ওই দিন রাতেই শাওন পারভেজসহ ১৬ জনের নামে অজ্ঞাত ১০ জনকে আসামি করে নিহতের মা হাসি আক্তার বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার সাথে জড়িত মাজহারুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
 

মিলন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়