ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আম গাছে ঝুলছিল যুবকের মরদেহ

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ২৩ নভেম্বর ২০২৩   আপডেট: ১৩:২৫, ২৩ নভেম্বর ২০২৩
আম গাছে ঝুলছিল যুবকের মরদেহ

গাইবান্ধার সাদুল্লাপুরে গলায় ফাঁস দিয়ে নাজমুল ইসলাম (৩১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুড়ান লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নাজমুল ইসলাম একই গ্রামের নুর ইসলাম নুরুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাজমুল মানসিক রোগে ভুগছিলেন। সকালে বাড়ির অদূরে আম গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, নিহত যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার আত্মহত্যা নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।

মাসুম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়