ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে থানা থেকে পালানো আসামি গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ৭ ডিসেম্বর ২০২৩  
সিলেটে থানা থেকে পালানো আসামি গ্রেপ্তার

সিলেটের জকিগঞ্জ থানা হাজতের ভ্যান্টিলেটর ভেঙে পালানো আসামি রাসেল আহমদ রাসুকে (২৬) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, চুরির মামলার আসামি রাসেল আহমদ রাসুকে (২৬) গ্রেপ্তার করে জকিগঞ্জ থানাহাজতে রাখলে বুধবার (৬ ডিসেম্বর) সকালে তিনি হাজতের ভ্যান্টিলেটর দিয়ে কৌশলে পালিয়ে যান। এ ঘটনার পর জেলা পুলিশের অতিরিক্ত সুপার (ক্রাইম এন্ড অবস) শেখ মো. সেলিমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। 

আরো পড়ুন:

ঘটনার পর রাসুকে ধরতে যৌথভাবে অভিযান চালায় জকিগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। অবশেষে বৃহস্পতিবার দুপুরে পলাতক আসামি রাসেল আহমেদ রাসুকে জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে পরবর্তী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিয়েছে পুলিশ।
 

নুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়