ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ২৮ ডিসেম্বর ২০২৩   আপডেট: ০৮:৫৯, ২৮ ডিসেম্বর ২০২৩
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

নাটোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আহাদ আলী সরকারের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে শহরের দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন পিস্তল হাতে এসে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আহাদ আলী সরকারের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ভয়ে সরে পড়েন। পরে ক্যাম্পের চেয়ার ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

স্বতন্ত্র প্রার্থী মো. আহাদ আলী সরকার বলেন, একাধিকবার এ বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনকে অবহিত করেছি। এর আগেও, নলডাঙ্গা উপজেলার মাধবনগরে আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে।

আরো পড়ুন:

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরিফুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়