ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিখোঁজ দুই বিএনপি নেতার সন্ধান মিললেও আচরণ রহস্যজনক 

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ৩০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১০:১৬, ৩০ ডিসেম্বর ২০২৩
নিখোঁজ দুই বিএনপি নেতার সন্ধান মিললেও আচরণ রহস্যজনক 

বগুড়ার কাহালু উপজেলার নিখোঁজ দুই বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেনের সন্ধান মিলেছে। তবে তারা লোকসমাগমে আমছেন না। 

গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে আনোয়ার হোসেন নিজ বাড়িতে ফেরেন। আর দেলোয়ার হোসেন রাতে তার স্ত্রীর সঙ্গে দেখা করে আবার গা ঢাকা দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার দু সপ্তাহ পর তাদের সন্ধান পাওয়া গেলো। তবে নিরাপত্তার কারণে লোকসমাগমে আসছেন না তারা। নিখোঁজের পরিবার এবং বগুড়া কাহালু থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুই বিএনপি নেতার মধ্যে আনোয়ার হোসেন কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক ও বীরকেদার ইউনিয়নের ভোলতা দক্ষিণপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। এছাড়া আনোয়ার আরডিএর একটি প্রকল্পের ফিল্ড অফিসারের দায়িত্বে আছেন। আর দেলোয়ার হোসেন উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক।

এর আগে গত ২০ ডিসেম্বর বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আনোয়ার হোসেনের স্ত্রী আঁখি বেগম। সংবাদ সম্মেলনে দুই পরিবার দাবি করে, ১৪ ডিসেম্বর বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে সেখান থেকে ডিবি পরিচয়ে আনোয়ারসহ কয়েকজনকে তুলে নেওয়া হয়। পরে তাদেরকে দুপচাঁচিয়া সদরে নিয়ে এসে ফোনে দেলোয়ারকে তুলে নেওয়া হয়।

পরে এ ঘটনায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল দুই নেতার সন্ধান চেয়ে রিট আবেদন দাখিল করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. মাকসুদ উল্লাহ। পরদিন বুধবার নিখোঁজ ওই দুই নেতা কোথায় কী অবস্থায় আছে, তা জানাতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের কেনো হাইকোর্টে সশরীরে হাজির করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেন আদালত। এ ছাড়া পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) আগামি ৪ জানুয়ারির মধ্যে বা তার পূর্বে দুজনের অবস্থান জানিয়ে হাইকোর্টে রিপোর্ট দিতে বলা হয়।

এরপরেই বৃহস্পতিবার নিখোঁজ দুই বিএনপি নেতার সন্ধান পাওয়া গেলো।  

আনোয়ারের ভাতিজা নুরনবী বলেন, আমার চাচা ভোর ৫ টার দিকে নিজ বাড়িতে ফিরেছেন। তিনি সুস্থ আছেন। তবে তিনি কোথায় ছিলেন, কী হয়েছিলো এ ব্যাপারে কাউকে কিছু বলছেন না। আনোয়ারের সঙ্গে কথা বলতে চাইলে নুরনবী জানান, তিনি এখন নাই, ঘুমাচ্ছেন। কথা বলা সম্ভব না।

দেলোয়ারের ছেলে সাখাওয়াত হোসেন বলেন, বুধবার রাত ৯ টার দিকে বাবা আমার মায়ের মোবাইলে কল দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, চিন্তার কিছু নেই। পরে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এসে শুধু মায়ের সঙ্গে দেখা করে কাপড়চোপড় নিয়ে যান। বাবা এখনো বাসায় আসছেন না। বুঝেন তো বাসায় থাকা সমস্যা এখন।

বগুড়া কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, নিখোঁজ দুই ব্যক্তির মধ্যে আনোয়ার তার বাড়িতে ফিরেছেন বলে অবগত হয়েছি। তবে দেলোয়ারের ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারিনি। দেলোয়ারের পরিবার থেকে তো বলা হচ্ছে তার সাথে যোগাযোগ হয়েছে। 

আপনাদের কারো সাথে কথা হয়নি? জানতে চাইলে তিনি বলেন, আনোয়ারের পরিবারের লোকজন যেমন বলছে, আনোয়ার বাড়িতে ফিরেছেন। কিন্তু দেলোয়ারের পরিবার থেকে বলা হয়েছে তারা তার সাথে মোবাইল ফোনে কথা বলেছে। দুটো তো দুই জিনিস। 

এনাম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়