ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন পরবর্তী পরিস্থিতি জনগণকে নিয়ে মোকাবিলা করব: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১০:৫৭, ৭ জানুয়ারি ২০২৪
নির্বাচন পরবর্তী পরিস্থিতি জনগণকে নিয়ে মোকাবিলা করব: শাজাহান খান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাজাহান খান বলেছেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের পাশাপাশি নির্বাচনে নাশকতা বন্ধে আমরাও প্রস্তুত আছি।

তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে গোপনে কেউ কেউ অনেক কিছু করতে পারে। সেটা নিয়ে আমাদের দুশ্চিন্তা বা দুর্ভাবনার কারণ নেই। নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে। অনেকেই নির্বাচনের পরের পরিস্থিতির কথা বলছেন, সেটা আমরা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করব।

আরো পড়ুন:

রোববার (৭ জানুয়ারি) সকালে মাদারীপুর শহরের আসমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। তাদের প্রার্থীও কম নয়। সুতরাং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে এখন পর্যন্ত কোনো প্রার্থী অভিযোগ করেননি যে, তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছেন না।

তিনি বলেন, নির্বাচনে যাদের জয়লাভের সম্ভাবনা একেবারেই কম, তারা হয়তো কিছু কথা বলতে পারেন। কিন্তু প্রতিযোগিতা হচ্ছে, এটা নিঃসন্দেহে বলা যায়। প্রত্যেকেই কাজ করার সুযোগ পাচ্ছে।

শাজাহান খান বলেন, নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা (প্রার্থী) কার্যক্রম চালিয়েছেন। ভোটারদের কাছে গেছেন, সভা করেছেন। মিছিল-মিটিং করেছেন। কেউ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেননি।

বেলাল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়