ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে অসুস্থ হয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৪:০৭, ৭ জানুয়ারি ২০২৪
গাজীপুরে অসুস্থ হয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজারের উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার কেন্দ্রের এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

নিহতের নাম মো. আব্দুল করিম (৬০)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন। উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন আব্দুল করিম।

আরো পড়ুন:

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. হেলাল মিয়া জানান, সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল করিম শনিবার রাতেই কেন্দ্রে কাজে যোগ দেন। ভোটের দিন রোববার সকাল সোয়া ৭টার দিকে বাইরে নাস্তা  সেরে কেন্দ্রে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। 

রেজাউল করিম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়