ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে নারী পর্যটক নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২৪  
সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে নারী পর্যটক নিখোঁজ

মাহমুদা আক্তার হ্যাপী

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

ওই পর্যটকের নাম মাহমুদা আক্তার হ্যাপী (৩১)। তিনি ৪১তম বিসিএস এর একজন সদস্য।

নিঁখোজ পর্যটকের বন্ধুদের বরাত দিয়ে ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, গত ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের একটি টিম সেন্টমার্টিনে বেড়াতে যায়। সেখানে মাহমুদা আক্তার হ্যাপীও ছিলেন। তারা ওখানকার কয়েকটি রিসোর্টে উঠেন। ৪ ফেব্রুয়ারি সকালে হ্যাপী বন্ধুর সাথে দেখা করার কথা বলে রিসোর্ট থেকে বের হন। বিকেল পর্যন্ত তিনি ফিরে না আসায় তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বন্ধুর সাথে আছেন বলে জানান। কিন্তু এক ঘণ্টা পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

মো. আদনান চৌধুরী আরও বলেন, বিষয়টি জানার পর টেকনাফ থানায় একটি ডায়েরি করা হয়। এ ব্যাপারে কাজ করছে পুলিশ ও বনবিভাগ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, ‘পর্যটক নিঁখোজের একটি ডায়েরি পেয়ে আমরা তার সন্ধানে কাজ করি। কিন্তু এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। প্রযুক্তির সাহায্যে তার লোকেশন খুঁজে বের করার চেষ্টা করছি।’

/তারেকুর/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়