ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝোপের ভেতরে মিললো জীবিত নবজাতক 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৭:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
ঝোপের ভেতরে মিললো জীবিত নবজাতক 

পটুয়াখালীতে ঝোপের ভেতর থেকে জীবিত নবজাতককে উদ্ধার করেছেন ইয়ামিন নামের এক ব্যক্তি। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে পৌর শহরের হিমি ক্লিনিক সংলগ্ন অফিসার্স ক্লাবের পেছন থেকে নবজাতকটি উদ্ধার হয়। বর্তমানে শিশুটি পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা গেছে, আজ সকালে অফির্সার্স ক্লাবের পেছনে ময়লা ফেলতে যান ইয়ামিন। এসময় কান্নার আওয়াজ পেয়ে ঝোপের মধ্যে গিয়ে রক্তমাখা একটি কাপড় জড়ানো অবস্থায় নবজাতক পড়ে রয়েছে দেখতে পান তিনি। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতায় শিশুটিকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে শিশুটিকে স্ক্যানুতে ভর্তি করেন। অক্সিজেন স্বল্পতার কারণে শিশুটিকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। 

আরো পড়ুন:

শিশুটিকে উদ্ধারকারী ইয়ামিন বলেন, আমি ময়লা ফেলতে গিয়ে অফিসার্স ক্লাবের পেছনে যাই। কান্নার আওয়াজ শুনতে পেয়ে গিয়ে দেখি ঝোপের মধ্যে রক্তমাখা কাপড়ে জড়ানো অবস্থায় এক শিশু পড়ে আছে। স্থানীয় কাউন্সিলরের সহায়তায় ওই শিশুকে হাসপাতালে ভর্তি করি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, এখনো শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিতে তদন্ত চলছে। 

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়