ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

বৃদ্ধ বাবাকে আক্রমণ করায় ছেলের কারাদণ্ড 

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৪  
বৃদ্ধ বাবাকে আক্রমণ করায় ছেলের কারাদণ্ড 

চাঁদপুরের সদর উপজেলার সোবাহানপুর গ্রামে বৃদ্ধ বাবাকে আক্রমণ করায় ছেলেকে আইনের আওতায় এনে ২০ দিন কারাদণ্ড দেয়া হয়েছে।  

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত সোবাহানপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

স্থানীয়রা জানান, বৃদ্ধ বাবা মো. বশিরুল্লাহ পাটওয়ারিকে তার ছেলে মো. ফারুক পাটওয়ারি আঘাত করতে উদ্যত হন এবং বাবার ঘর ভাঙচুর করেন। খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে ফারুককে আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতে ফারুক দোষ স্বীকার করায় তাকে কারাদণ্ড দেন।

এ বিষয়টি নিশ্চিত করে ইউএনও সাখাওয়াত জামিল সৈকত বলেন, ভ্রাম্যমাণ আদালতে অপরাধী ছেলে ফারুক সচেতনভাবে দোষ স্বীকার করেন। পরে তার অপরাধ আমলে নিয়ে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ সময় চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
 

অমরেশ/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়