ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

আ.লীগ থেকে স্বামী-স্ত্রীর পদত্যাগ

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৪৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
আ.লীগ থেকে স্বামী-স্ত্রীর পদত্যাগ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম সাদাত এবং তার স্ত্রী পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানা ফেরদৌসী সীমা দলীয় পদ পদবী থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের বিষয়টি মজিবুল আলম সাদাত গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে এ বিষয়টি নিয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের মাসিক সভায় আলোচনাও হয়েছে। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। 

জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগ করছেন মজিবুল আলম সাদাত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুও চেয়ারম্যান পদে গণসংযোগ করছেন। লিয়াকত হোসেন বাচ্চু ও মজিবুল আলম সাদাত সম্পর্কে চাচা-ভাতিজা।

পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত জানান, তিনি ও তার স্ত্রী অনেক আগেই দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করেছেন।

জামাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়