ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নবীগঞ্জে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ৩ মার্চ ২০২৪  
নবীগঞ্জে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলার আউশকান্দি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়ারা হলেন- কিশোরগঞ্জ জেলার মিটামইন উপজেলার বাসিন্দা আব্দুল হাকিম (৩৮) ও মুলচান বিবি (৫০)। তারা মৌলভীবাজারে শ্রমিকের কাজ করতেন। আহতদের নাম জানা যায়নি।

আরো পড়ুন:

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, নবীগঞ্জের আউশকান্দি থেকে শায়েস্তাঞ্জমুখী অটোরিকশাটিকে সিলেটগামী একটি ট্রাক চাপা দেয়। এতে আব্দুল হাকিম ও মুলচান বিবি ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুইজন। মারা যাওয়াদের লাশ হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়