ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

স্বাধীনতাবিরোধীরা বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ চায় : নাছিম

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১ এপ্রিল ২০২৪  
স্বাধীনতাবিরোধীরা বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ চায় : নাছিম

আ ফ ম বাহাউদ্দিন নাছিম

দেশের স্বাধীনতাবিরোধীরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি বন্ধ করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। 

বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ রাখার দাবির সমালোচনা করে নাছিম বলেন, ‘যারা বুয়েটের ছাত্ররাজনীতি বন্ধ চায়, তারা কী বুয়েটকে আলাদা উপত্যকা বানাতে চায়? যারা স্বাধীনতাবিরোধী, তারাই বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ চায়। বুয়েটের ছাত্র-শিক্ষকরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন।’ 

সোমবার (১ এপ্রিল) দুপুরে মাদারীপুর শহরের তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়ময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আওয়ামী লীগ হাজার বছরের সোনার বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে কাজ করেছে, অপরদিকে মির্জা ফখরুল ইসলাম গংদের তাদের অতীত, তাদের পূর্ব পুরুষের পিতৃপরিচয়, তাদের বর্তমান কর্মকাণ্ড সব কিছুই মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে।’ 

ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, ‘মির্জা ফখরুলরা সাম্প্রদায়িক গোষ্ঠীর পক্ষে। সাম্প্রদায়িক রাজনীতি করে যারা সাম্প্রদায়িতার বিষবাস্প ছড়ায়, সেই অশুভ শক্তির সঙ্গে মির্জা ফখরুলদের সব চাইতে মিত্রতা।’

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম বজলুর রহমান মন্টু খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, জেলা ছাত্র লীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন প্রমুখ।
 

বেলাল/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়