ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের ছুটিতে মুখরিত কুয়াকাটা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১১ এপ্রিল ২০২৪   আপডেট: ১৪:২২, ১১ এপ্রিল ২০২৪
ঈদের ছুটিতে মুখরিত কুয়াকাটা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের মিলন মেলা বসেছে। ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১০টার পর থেকে সৈকতে হাজারো পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে, আগতদের মধ্যে বেশির ভাগই স্থানীয়। তারা সৈকতের বালিয়াড়ীতে দিনটি উদযাপন করছেন। আগামীকাল শুক্রবার থেকে দেশি-বিদেশি পর্যটকরা আসতে শুরু করবেন বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এদিকে, সৈকতে আগতদের নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশ, নৌ-পুলিশ ও থানা পুলিশের সদস্যদের কাজ করতে দেখা গেছে।

আরো পড়ুন:

সরেজমিনে দেখা যায়, অনেক পর্যটক সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সৈকতের বুকে আছড়ে পড়া ছোট বড় ঢেউ। অনেককে আবার ঘোড়াসহ বিভিন্ন বাহনে দীর্ঘ ২২ কিলোমিটার সৈকত ঘুরে দেখতে দেখা গেছে। অনেককেই মোবাইলে সেলফি তুলে বেড়াতে আসার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা গেছে।

আমতলী থেকে আসা পর্যটক সালেহীন আহম্মদ বলেন, আমি মূলত ঢাকায় চাকরি করে। অনেকদিন পর বাড়িতে এসেছি। নামাজ শেষ করেই বন্ধুদের সঙ্গে সৈকতে এসেছি। এখন জোয়ার চলছে। তাই সবাই মিলে সাঁতার কাটছি। দারুন অনূভূতি হচ্ছে। 

পটুয়াখালী থেকে আসা নাইম হোসেন বলেন, আমরা পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী। নামাজ পরেই বন্ধুরা মিলে কুয়াকাটায় এসেছি। এখন বেঞ্চিতে বসে সমুদ্র তটের ছোট বড় ঢেউ দেখে সময় অতিবাহিত করছি। সময় ভালোই কাটছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ট্যুরিষ্ট পুলিশের পাশাপাশি আমাদের টহল টিম মাঠে রয়েছে। অপৃতিকর ঘটনা এড়াতে আমরা তৎপর রয়েছি।

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়