দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
ঠাকুরগাঁও সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ তরুণ নিহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বড় খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়ক দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর এলাকার নুর ইসলামের ছেলে নয়ন ইসলাম (১৪) ও বেগুনবাড়ী এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (২৬)।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বড় খোঁচাবাড়ী বাজারে যাচ্ছিল নয়ন। এ সময় বিপরীত দিক থেকে আসা মোস্তাফিজুর রহমানের মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় নয়ন। স্থানীয়রা আহত মোস্তাফিজুর ও তার সঙ্গীদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুরকে মৃত ঘোষণা করেন।
হিমেল/কেআই