ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

বাগেরহাটে বেইলি ব্রিজে আটকে থাকা বাসটি সরানো হয়েছে

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ১৭ এপ্রিল ২০২৪  
বাগেরহাটে বেইলি ব্রিজে আটকে থাকা বাসটি সরানো হয়েছে

বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ বেইলি সেতুর রেলিংয়ের সাথে আটকে থাকা বাসটি সরানো হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে প্রায় ১৩ ঘন্টা পরে বাসটি উদ্ধার করা হয়। বাস উদ্ধারের পরে সেতু দিয়ে ছোট যানবাহন চললেও আপাতত যাত্রীবাহী বাস ও বড় ট্রাক চলাচল করতে পারবে না বলে জানিয়েছে সড়ক বিভাগ।

এর আগে বুধবার ভোররাতে ঢাকা থেকে শরণখোলাগামী জিএমএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে মোরেলগঞ্জ বেইলি ব্রিজের রেলিংয়ের সাথে আটকে যায়। যাত্রীবাহী বাসের ধাক্কায় রেলিং ও বেইলি ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, আটকে থাকা গাড়িটিকে র‌্যাকার দিয়ে সরানো হয়েছে। তবে সেতুটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মোটামুটি হালকা যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে আপাতত যাত্রীবাহী বাস ও বড় ট্রাক চলাচল করতে পারবে না। ক্ষতিগ্রস্ত সেতুটি দ্রুততম সময়ের মধ্যে মেরামত করা হবে।

শহিদুল/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়