ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ১৮ এপ্রিল ২০২৪  
হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাঁসের ধান ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নোয়াব আলী (৫৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়। এর আগে, বুধবার সন্ধ্যায় উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল গ্রামের জুবুর খুল হাওরে এ ঘটনা ঘটে। নোয়াব আলী একই গ্রামের মৃত জায়ফর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে নোয়াব আলী ও তাজুল ইসলামের সংঘর্ষ হয়। এতে দুজনই আহত হন। পরে নোয়াব আলী নোয়াখালী বাজারে পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে যান। আজ সকালে মারা যান তিনি।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

মনোয়ার/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়