ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা শুরু

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ১৯ এপ্রিল ২০২৪  
পাবনায় দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা শুরু

ঘোড়দৌঁড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রতিযোগিরা। শুক্রবার বিকেলে পাবনার চাটমোহর উপজেলার ধানকুনিয়া মাঠে।

পাবনার চাটমোহরে দুই দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগতা শুরু হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার ধানকুনিয়া দক্ষিণপাড়া মমিন বাজারের পার্শ্ববর্তী মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়। ডিএনএফ মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলা নববর্ষ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

ডিএনএফ মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ঘোড়দৌঁড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কুদ্দুস সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরজাহান বেগম মুক্তি, বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন, ইউপি সদস্য যতন আলী, ইউপি সদস্য আব্দুস সাত্তার সিতার প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, নড়াইল, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, নাটোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫০টি ঘোড়া প্রথমদিনের প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে বাছাইকৃত ঘোড়া শনিবার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। ঘোড়াগুলোকে ছোট, মাঝারি ও বড় এ তিন ভাগে ভাগ করে প্রতিযোগিতা হচ্ছে। শনিবার চূড়ান্ত বিজয়ীদের মাঝে ফ্রিজ, বাইসাইকেলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে।

ঘোড়দৌঁড় প্রতিযোগিতা দেখতে আসা সিংড়া উপজেলার আদিমপুর গ্রামের মিলন হোসেন বলেন, ঘোড়দৌঁড় প্রতিযোগিতা আমাদের লোকজ সংস্কৃতির অংশ। দিনে দিনে এ প্রতিযোগিতা প্রায় বিলুপ্তির পথে। এ প্রতিযোগিতা দর্শককে চরম আনন্দ দেয়। এটাকে ধরে রাখা দরকার।

আয়োজক সংগঠন ডিএনএফ মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাসুদ রানা বলেন, ঘোড়দৌঁড় প্রতিযোগিতা গ্রামবাংলার ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে ঘোড়দৌঁড় প্রতিযোগিতাকে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে।

পাবনা, নাটোর, সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার হাজার হাজার নারী পুরুষ এ ঘোড়দৌঁড় প্রতিযোগিতা উপভোগ করেন। আগামীকাল শনিবার প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

শাহীন/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়