ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

শ্যালক রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন পলক

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ২০ এপ্রিল ২০২৪   আপডেট: ০৯:৩৭, ২০ এপ্রিল ২০২৪
শ্যালক রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন পলক

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তার ভগ্নিপতি ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে  বিষয়টি  নিশ্চিত করেছেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

তিনি বলেন, প্রতিমন্ত্রী মহোদয় শুক্রবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে দেখতে গিয়েছিলেন। সেখানে দুপুর ১২টার দিকে লুৎফুল হাবিব রুবেলকে মুঠোফোনে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতির সিদ্ধান্ত- এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজন উপজেলা নির্বাচনের প্রার্থী হতে পারবে না জানিয়ে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচন থেকে তাকে (রুবেলকে) প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন। 

প্রতি উত্তরে রুবেল কিছু বলেছেন কিনা জানতে চাইলে জান্নাতুল ফেরদৌস বলেন, তিনি শুধু শুনে গেছেন। জবাব দেননি।

এ বিষয়ে জানতে লুৎফুল হাবিব রুবেলের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

আরিফুল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ