ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

যশোরে ময়ূর গোত্রীয় বিরল প্রজাতির বিদেশি পাখি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ২১ এপ্রিল ২০২৪  
যশোরে ময়ূর গোত্রীয় বিরল প্রজাতির বিদেশি পাখি উদ্ধার

রিং নেকড ফ্রিজেন্ট। (ছবি- সংগৃহীত)

যশোরে ময়ূর গোত্রীয় বিরল প্রজাতির বিদেশি পাখি উদ্ধার করেছে গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট নামের একটি সংগঠন।

গত শনিবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের সিঅ্যন্ডবি রোড এলাকা থেকে পাখিটিকে উদ্ধার করেন তারা।

রোববার (২১ এপ্রিল) দুপুরে জেলা বন সংরক্ষকের কাছে পাখিটিকে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন:

গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট’র নির্বাহী পরিচালক আশবক মাহমুদ সবুজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শহরের সিঅ্যন্ডবি রোডে সড়ক ও জনপথ বিভাগের কোয়াটার থেকে তৌফিক হাসান নামে একজন ব্যক্তির বাড়ির আঙিনা থেকে তাদের স্বেচ্ছাসেবকদের সহায়তায় একটি পাখি উদ্ধার করেন তারা। পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারেন পাখিটি বিদেশী 'রিং নেকড ফ্রিজেন্ট' নামে বিরল প্রজাতির।

আনুষ্ঠানিকভাবে বন বিভাগের যশোর অঞ্চলের বন সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকনের কাছে পাখিটি হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উদ্ধারকারী সংস্থা গ্রিন ওয়ার্ল্ড এনভারমেন্টের নির্বাহী পরিচালক আশিক মাহমুদ সবুজ, স্বেচ্ছাসেবক নজরুল ইসলাম, নাইমুল ইসলাম মিলন, রুবেল আরিফ প্রমুখ।

যশোর অঞ্চলের বন সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকন বলেন, উদ্ধার করা পাখিটি বাংলাদেশের নয়। দক্ষিণ এশিয়ার মধ্যে নেপাল, জাপান ও মিয়ানমারে পাখিটি দেখা যায়। পাখিটি মূলত ময়ূর গোত্রীয়। এর বৈজ্ঞানিক নাম ফ্রেজিলাস কনসিকাস। পাখিটি বিদেশি পাখি। বন বিভাগের অনুমতি ছাড়া এসব পাখি কেউ দেশে আনতে পারে না।

তিনি আরও বলেন, বন অধিদপ্তর ও বিশেষজ্ঞদের সাথে কথা বলে পাখিটি সংরক্ষণ করা হবে।

রিটন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট