ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভাড়া নিয়ে কথা-কাটাকাটি, বাড়িওয়ালার মেয়েকে পুড়িয়ে হত্যার চেষ্টা ভাড়াটিয়ার

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২২ এপ্রিল ২০২৪   আপডেট: ০৯:৪৯, ২২ এপ্রিল ২০২৪
ভাড়া নিয়ে কথা-কাটাকাটি, বাড়িওয়ালার মেয়েকে পুড়িয়ে হত্যার চেষ্টা ভাড়াটিয়ার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে বাড়িওয়ালার কন্যাশিশুকে (৭) পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে।

রোববার (২১ এপ্রিল) এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন। এর আগে, গত ১২ মার্চ এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিশ এলাকার সুমন প্রধানের বাড়িতে প্রায় দুই বছর ধরে পরিবার নিয়ে ভাড়া থাকেন সঞ্জয় কুমার পাল। প্রথম দিকে ঠিকমতো ভাড়া পরিশোধ করলেও গত ছয় মাস ধরে টালবাহানা করতে থাকেন সঞ্জয়।

একপর্যায়ে সুমন প্রধানের সঙ্গে ভাড়া নিয়ে সঞ্জয় কুমারের কথা-কাটাকাটি হয়। এর জেরে গত ১২ মার্চ সুমন প্রধানের মেয়ে দিয়াকে ডেকে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন সঞ্জয় কুমার পাল ও তার বাবা মনিশংকর পাল।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অনিক/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়