গাছ চুরিতে বাধা দিলেই বন মামলা
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।
হবিগঞ্জ জেলার চুনারুঘাটের কালেঙ্গা রেঞ্জের ছনবাড়ি বনবিটের গাতাবাড়ি এলাকায় বাগান থেকে গাছ চুরি বাধা প্রদান করায় ডা. মো. শামছুল আলমের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার বাসুল্লা বাজারে সামাজিক বনায়নের উপকারভোগীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ডা. মো. শামছুল আলম বলেন, বন বিভাগের নিময় অনুযায়ী ১০ হেক্টর জমি চুক্তিতে নিয়ে লাখ লাখ টাকা খরচ করে প্রায় ৩০ হাজার গাছের চারা রোপণ করেছি। নিয়মিত পরিচর্যায় গাছ বড় হয়। এসব গাছ আব্দুল হাইয়ের নেতৃত্বে সংঘবদ্ধ চোরেরা কাটা শুরু করে। গাছ চুরির প্রতিবাদ করলেই বন মামলার আসামি করা হচ্ছে। কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা ও ছনবাড়ি বিট কর্মকর্তা কর্তৃক আমার উপর বন মামলাগুলো দায়ের হয়েছে। এ অবস্থায় আমি অতি কষ্টে জীবনযাপন করছি। আইনের কাছে এর সুবিচার চাই।
এ ছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়া, বাজার সভাপতি দরবেশ মিয়া, ডা. নুরুল হক, ইয়াকুত মিয়া, ফরিদ মিয়া, আব্দুল বারিক, রফিক মিয়া, হায়দর আলীসহ শত শত লোকেরা মানববন্ধনে উপস্থিত হয়ে ডা. মো. শামছুল আলমের ওপর থেকে মিথ্যা বন মামলা প্রত্যাহারের দাবি জানান।
মামুন/ফয়সাল