ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

ফেনীতে বৃষ্টি চেয়ে নামাজে কাঁদলেন মুসল্লিরা

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২৪ এপ্রিল ২০২৪   আপডেট: ১৩:১০, ২৪ এপ্রিল ২০২৪
ফেনীতে বৃষ্টি চেয়ে নামাজে কাঁদলেন মুসল্লিরা

তীব্র দাবদাহে পুড়ছে ফেনী অঞ্চল। সকাল থেকেই প্রচণ্ড রোদে তেঁতে উঠেছে পথ-ঘাট। গরমের তীব্রতা থেকে বাঁচতে বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে ইসতিসকার নামাজ আদায় করেছেন শতাধিক মুসল্লি। নামাজে ইমামতি করেন মাদরাসা শিক্ষক মাওলানা মুফতি আবদুল হান্নান। 

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া করেন ইমাম। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মোনাজাত করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। 

নামাজে আগত মুসল্লিরা বলেন, তীব্র খরতাপে সাধারণ মানুষ খুব কষ্টে দিন পার করছে। গরমের তীব্রতায় ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। সেজন্য আল্লাহর রহমতের আশায় সবাই সমবেত হয়েছেন। 

মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, টানা দাবদাহে মানুষ খুব কষ্টে আছে। আল্লাহ বৃষ্টির জন্য সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। সেজন্যই সবাই একত্রিত হয়ে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছি।

সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়