ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

কেমিক্যালে পাকানো ২০ মে. টন আম বুলডোজারে পিষে নষ্ট

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ৭ মে ২০২৪  
কেমিক্যালে পাকানো ২০ মে. টন আম বুলডোজারে পিষে নষ্ট

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা শহরের দুটি স্থান থেকে কেমিক্যালে পাকানো ২০ মেট্রিক টন অপরিপক্ক আম জব্দ করে তা বিনষ্ট করেছে প্রশাসন। সোমবার (৬ মে) রাতে শহরের ফুড অফিসের মোড় ও বাকাল থেকে আমগুলো জব্দ করা হয়। 

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়াইব আহমাদ জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে বৃষ্টির মধ্যে রাজধানী ঢাকায়‌ নিয়ে যাওয়ার পথে শহরের দুটি স্থানে অভিযান চালিয়ে দুটি ট্রাক ভর্তি ২০ মেট্রিক টন আম জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আম ব্যবসায়ী ইউসুফ আলী ও আবু বক্কর ছিদ্দিককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া ট্রাক চালক আজিজুল ইসলামকেও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

তিনি জানান, শহরের পল্লীমঙ্গল হাই স্কুল মাঠে জব্দকৃত ২০ মেট্রিক টন আম বুলডোজার দিয়ে পিষে নষ্ট করা হয়। 

সাতক্ষীরায় সুস্বাধু আম বিদেশেও রপ্তানি হয়। এখনও পরিপক্ক না হওয়ায় গাছ থেকে আম নামানোর সময় হয়নি। কিন্তু অসাধু ব্যবসায়ীরা বেশি দামে বিক্রির আশায় অপরিপক্ক আম গাছ থেকে নামিয়ে কেমিক্যালে পাকিয়ে বাজারজাত করেন।    
 

শাহীন/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়