ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

পাটগ্রাম সীমান্তে ভারতীয় গ্রেপ্তার

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ৭ মে ২০২৪  
পাটগ্রাম সীমান্তে ভারতীয় গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে শফিউদ্দিন (৫০) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। মঙ্গলবার (৭ মে) দুপুরে পাটগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল সোমবার রাতে সীমান্তের কালিরহাটের টেপুরগাড়ী ৮৭১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের কাছ থেকে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিউদ্দিন ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৫ ওসুল পুকুরী গ্রামের মৃত জহির উদ্দিন ওরফে ডানটার ছেলে।

বিজিবি জানায়, সীমান্ত অতিক্রম করে টেপুরগাড়ী উত্তরপাড়া গ্রামে প্রবেশ করেন ভারতয়ী নাগরিক শফিউদ্দিন। ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২) এর কালিরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, বিজিবি ভারতীয় নাগরিক শফিউদ্দিনকে ১৯৫২ সনের প্রবেশ নিয়ন্ত্রণ আইনের ৪ ধারায় একটি মামলা দিয়ে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

জামাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়