ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লা বোর্ডে গণিত ও ইংরেজিতে বেশি ফেল 

কুমিল্লা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১২ মে ২০২৪  
কুমিল্লা বোর্ডে গণিত ও ইংরেজিতে বেশি ফেল 

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে গণিতে। এরপর ইংরেজি বিষয়ে। ফলাফলে দেখা যায়, গণিতে ফেল করেছে ১২ দশমিক ০৪ ভাগ, আর ইংরেজিতে ৫ দশমিক ৪৫ ভাগ। 

কেন বেশি সংখ্যক গণিত ও ইংরেজিতে ফেল করেছে— জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণিত ও ইংরেজি বিষয়ে ভীতি রয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণের অভাব রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ভীতি কাটিয়ে এবং শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের আওতায় আনার জন্য কাজ করা হবে।

আরো পড়ুন:

কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলা নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা গঠিত। এ বছর এই ৬ জেলার ১ হাজার ৭৮০টি প্রতিষ্ঠানের ১ লাখ ৭৯ হাজার ৩২৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছেলে ৭৪ হাজার ৭৩০ জন এবং মেয়ে ১ লাখ ৪ হাজার ৫৯৫ জন। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪২ হাজার ৮১ জন। এর মধ্যে ছেলে ৫৮ হাজার ৭৮২ জন এবং মেয়ে ৮৩ হাজার ২৯৯ জন। বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ। অকৃতকার্য হয়েছে প্রায় ৩৭ হাজার। 

রুবেল/বকুল  

সর্বশেষ

পাঠকপ্রিয়