ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হেঁটে বাড়ি ফিরছিলেন পনির, পিষে দিয়ে গেলো ট্রাক

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ২০ মে ২০২৪   আপডেট: ১১:৫২, ২০ মে ২০২৪
হেঁটে বাড়ি ফিরছিলেন পনির, পিষে দিয়ে গেলো ট্রাক

খাইরুল ইসলাম পনির। ফাইল ফটো

পিরোজপুরের মঠবাড়িয়ায় ট্রাকচাপায় খাইরুল ইসলাম পনির (৪৬) নামে এক পরিবার পরিকল্পনা সহকারী নিহত হয়েছেন। রোববার (১৯ মে) রাতে উপজেলার মঠবাড়িয়া তুষখালী সড়কের খানবাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পনির উপজেলার বেতমোড় ইউনিয়নের জরিপের চর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মোশারেফ তালুকদারের ছেলে। তিনি পৌরসভার ডাকবাংলো এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

আরো পড়ুন:

নিহতের স্বজনরা জানান, রাত সাড়ে ১০টার দিকে খাইরুল ইসলাম পনির উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বন্ধুদের নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে বাসায় ফিরছিলেন। হঠাৎ তার মোটরসাইকলেটি বিকল হলে তিনি সেটি নিয়ে হেঁটে আসছিলেন। পথিমধ্যে তুষখালী থেকে ছেড়ে আসা কাঠ বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

তাওহিদুল/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়