ঢাকা     রোববার   ১৬ জুন ২০২৪ ||  আষাঢ় ২ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে চিকিৎসা নিলেন গুলিবিদ্ধ বিজিপি সদস্যসহ দু’জন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ২২ মে ২০২৪  
রোহিঙ্গা ক্যাম্পে চিকিৎসা নিলেন গুলিবিদ্ধ বিজিপি সদস্যসহ দু’জন

গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চিকিৎসা নিলেন মিয়ানমারের বিজিপি সদস্যসহ মিয়ানমারের আরেকজন নাগরিক।

বুধবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের চেকপোস্ট সংলগ্ন মরাগাছ তলা দিয়ে প্রবেশকালে তাদের আটক করা হয়। গুলিবিদ্ধ হওয়ায় রোহিঙ্গা ক্যাম্প-১১ এর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

আটককৃতরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের টংবাজার বুদিটংশীপ ৩ নম্বর ব্যাটালিয়ন (বিজিপি) সদস্য কে পিউ কেইন (২২) ও বুচিদং আলিয়ং এলাকার বাসিন্দা হোসেন আহমেদের ছেলে ইউসুফ নবী (১৯)।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা গেছে, অনুপ্রবেশকালে রোহিঙ্গারা দু’জনকে আটক করেন। পরে তাদের এপিবিএন’র কাছে হস্তান্তর করা হয়। তারা দু’জনই গুলিবিদ্ধ। তাদের ক্যাম্প-১১ এর বি/৫ ব্লকে আইআরসি হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হয়।

তারেকুর/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ