ঢাকা     রোববার   ১৬ জুন ২০২৪ ||  আষাঢ় ২ ১৪৩১

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ২২ মে ২০২৪  
মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ 

মাদারীপুর শহরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২২ মে) সন্ধ্যা ৭টার দিকে শহরের ডিসি ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দারা জানান, শহরের ডিসি ব্রিজ এলাকায় রিকশার সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। প্রায় আধা ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে ১ নম্বর শকুনি সড়ক ও ২ নম্বর শকুনি সড়কের লোকদের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষ ঢাল ও সুরকিসহ বিভিন্ন ধরনের দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মাদারীপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাহ উদ্দিন বলেন, শহরের ডিসি ব্রিজ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বেলাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ