ঢাকা     রোববার   ১৬ জুন ২০২৪ ||  আষাঢ় ২ ১৪৩১

দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো বৃদ্ধের

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ২৩ মে ২০২৪   আপডেট: ০৯:২৯, ২৩ মে ২০২৪
দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো বৃদ্ধের

ফাইল ফটো

ময়মনসিংহে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে আলতাব আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) রাতে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাব আলী ওই এলাকার তাহের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয় রাসেল ও মল্লিকের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে কথা-কাটাকাটি ও হাতাহাতি চলছিল। এ সময় নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলতাফ আলী। সে সময় দুই পক্ষের ঝগড়া থামাতে এগিয়ে যান আলতাব আলী। এতে রাসেল পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে আলতাফ আলীসহ আরও দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলতাফ আলীকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, তদন্ত চলছে। সেই সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

মিলন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ