ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

টাঙ্গাইলে আ.লীগ নেতার ওপর হামলা, প্রতিবা‌দে সড়ক অবরোধ 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ২৪ মে ২০২৪   আপডেট: ২২:৩৮, ২৪ মে ২০২৪
টাঙ্গাইলে আ.লীগ নেতার ওপর হামলা, প্রতিবা‌দে সড়ক অবরোধ 

টাঙ্গাইলের কালিহাতী উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তির ওপর হামলার প্রতিবা‌দে মহাসড়ক অব‌রোধ ক‌রে‌ বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার (২৪ মে) বি‌কে‌লে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় এই কর্মসূচি পালন ক‌রেন তারা। এর ফলে সড়‌কের উভয়‌ দি‌কে যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে যায়। প‌রে প্রশাসন দোষীদের বিচা‌রের আওতায় আনার আশ্বাস দিলে সড়ক থেকে সরে যান অবরোধকারীরা।

হামলার শিকার মা‌লেক ভূইয়ার অনুসারীরা জানান, আজ বিকেলে স্থানীয় সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকী ও তার ছেলে আর্দশ সিদ্দিকীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মালেক ভূইয়ার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় উপজেলা আওয়ামী সদস্য কামরুল ইসলাম, পাইকড়া ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ জাকিরসহ অন্তত ১৫ জন আহত হন। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হো‌সেন মোল্লা বলেন, সাবেক সংসদ সদস্য হাসান ইমান খান হোসেন হাজারীর বাসায় যাওয়ার সময় হামলা করা হয়। অনেক নেতাকর্মী আহত হয়েছেন। হামলার প্রতিবা‌দে মহাসড়ক অব‌রোধ করা হয়েছিল। প্রশাসন বিচা‌রের আশ্বাস দি‌লে নেতাকর্মীরা মহাসড়কের অব‌রোধ তু‌লে নেন। মামলা দায়েরের প্রস্ততি চলছে। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, নব‌নির্বা‌চিত উপ‌জেলা চেয়ারম্যান আজাদ সিদ্দিকী বিজয় মিছিল নিয়ে আসার সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মালেক ভূইয়ার ওপর হামলা হয় ব‌লে জে‌নে‌ছি। হামলাকারীরা গাড়ি ভাঙচুর করেছেন। এখনো কোন অভিযোগ পায়নি। অ‌ভি‌যোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, গত ২১ মে কালিহাতী উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা ও স্থানীয় সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকী। নির্বাচনে আজাদ সিদ্দিকী জয়ী হন। 

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়