ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৭ ঘণ্টা পর চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ২৭ মে ২০২৪   আপডেট: ১৩:০৯, ২৭ মে ২০২৪
১৭ ঘণ্টা পর চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু

ঘূর্ণিঝড় রেমালের বিপদ সংকেতের কারণে টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। 

সোমবার (২৭ মে) ভোর ৫টা থেকে বিমানবন্দরে ফ্লাইট উঠা-নামা শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল। 

এর আগে গতকাল রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা ও পরবর্তীতে সময় বাড়িয়ে ভোর ৫টা পর্যন্ত বিমাবন্দরে কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। 

কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড় রেমালের বিপদ কেটে যাওয়ার ভোর ৫টা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে চট্টগ্রামে টানা বর্ষণ অব্যাহত থাকলেও সকাল ৮টার পর একাধিক ফ্লাইট বিমানবন্দর থেকে নির্ধারিত শিডিউলে গন্তব্যের উদ্দেশ্যে উড়াল দিয়েছে। 

রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়