ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু 

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ২৭ মে ২০২৪  
চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু 

ফাইল ফটো

ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত কেটে যাওয়ার পর চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার খালাস এবং ডেলিভারির কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৭ মে) দুপুরের পর থেকেই বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া জাহাজ সমূহকে বন্দর জেটিতে ফিরিয়া আনার কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

বন্দর কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড় রেমালের প্রেক্ষিতে বন্দর নিরাপদ রাখতে বন্দর জেটি থেকে ১৯টি জাহাজ গভীর সমুদ্রের বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ঘূর্ণিঝড়ের বিপদ কেটে যাওয়ার পর জাহাজগুলোকে ক্রমান্বয়ে ফিরিয়ে আনা হচ্ছে। আজ সোমবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। 

এর আগে, গত শনিবার জাহাজগুলোকে গভীর সাগরের বহির্নোঙরে পাঠানো হয়। এছাড়া, জেটিতে অবস্থানকারী জাহাজগুলো গতকাল রোববার সকালে জোয়ারের সময় গভীর সাগরে পাঠানো হয়েছিল।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়