ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোহিঙ্গা ক্যাম্পে পুড়লো ২ শতাধিক ঘর

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১ জুন ২০২৪   আপডেট: ১৬:৪৫, ১ জুন ২০২৪
রোহিঙ্গা ক্যাম্পে পুড়লো ২ শতাধিক ঘর

কক্সবাজারে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। শনিবার (১ জুন) দুপুর পৌনে ১টার দিকে ক্যাম্পটির ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

৮ এপিবিএন-এর অধিনায়ক মো. আমির জাফর এতথ্য নিশ্চিত করেছেন। তবে, কিভাবে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

আরো পড়ুন:

আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

স্থানীয়দের বরাত দিয়ে অধিনায়ক আমির জাফর বলেন, দুপুরে ১৩ নম্বর তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠালতলী বাজারে আগুন লাগে। মুহূর্তেই আগুন কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনকে অবহিত করে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

তিনি বলেন, প্রাথমিকভাবে রোহিঙ্গাদের দুই শতাধিক ঘর ও এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে গেছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছিল। সেসময় হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে যায় তিন শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা।

তারেকুর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়