স্লিপ না থাকায় ভোট না দিয়েই ফিরলেন সাজেদা-সোমা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঘড়িতে সকাল ৮টা বেজে ১০মিনিট, ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজে জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে উপজেলা নির্বাচনের ভোট দিতে এসেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পূর্ব পাইকপাড়ার সোমা আক্তার ও সাজেদা বেগম। ভোট দিতে গিয়েই পরেছেন বিপত্তিতে। বুথের সামনে থাকা পুলিং এজেন্ট ও এজেন্টরা জানালেন ভোটার স্লিপ কোথায়?
ভোটাররা জানালেন আগে বাড়িতে গিয়ে ভোটপ্রার্থীরা স্লিপ দিয়ে আসতেন কিন্তু এ বছর কেউ যায়নি। কেন্দ্রের বাহিরেও কাউকে পাইনি। পৌনে ৯টা পর্যন্ত কেন্দ্রের সামনে অপেক্ষা করে ভোট না দিয়েই বাড়িতে চলে গেলেন সাজেদা বেগম ও সোমা আক্তার।
ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের দায়িত্বে থাকা প্রিজাইটিং কর্মকর্তা আবু হানিফ মুন্সি বলেন, এ কেন্দ্রে ভোট দেওয়ার জন্য ৬টি বুথ রয়েছে। এখানে ভোটার আছে ২১৫০ জন। ভোটাররা ভোটার নাম্বার সম্বলিত স্লিপ না নিয়ে আসলে লিস্টে নাম খোঁজ করে ভোট দেওয়া সম্ভব না। এতে সময়ের বিষয় আছে।
প্রার্থীদের প্রচারণার ঘাটতিতেই এমনটি ঘটেছে বলেও এই কর্মকর্তা মনে করেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে দেশের ৬০টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার (৪ জুন) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
/রুবেল/ইমন