ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে সোয়া ২ কোটি টাকার টোল আদায় 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ৯ জুন ২০২৪  
২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে সোয়া ২ কোটি টাকার টোল আদায় 

ঈদ উল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ছে। বিশেষ করে গরুবাহী ট্রাক ও ফলবাহী যানবাহন উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে প্রায় সোয়া দুই কোটি টাকা টোল আদায় হয়েছে।

এদিকে, রোববার (৯ জুন) বিকেল পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু  মহাসড়কের কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। স্বাভাবিক গতিতেই চলাচল করছে বিভিন্ন ধরনের গাড়ি।

আরো পড়ুন:

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১২টা থেকে গতকাল শনিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৩ হাজার ২৭৬টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকা। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১১ হাজার ২৯৮টি যানবাহন পারাপার হয়। সেখানে টোল আদায় হয়েছে ১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১১ হাজার ৯৭৮টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯ লাখ ১৮ হাজার ৪০০ টাকা। 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, অন্য সময়ে চেয়ে মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ বেড়েছে। স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। 

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়