ঢাকা     মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৮ ১৪৩১

ডিও স্লিপ বেচে টাকা নিয়ে ব্যবসায়ী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ১১ জুন ২০২৪   আপডেট: ২২:০৫, ১১ জুন ২০২৪
ডিও স্লিপ বেচে টাকা নিয়ে ব্যবসায়ী নিখোঁজ

চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে কোরবানির ঈদকে সামনে রেখে আমদানিকৃত এলাচের আগাম ডিও’র (ডেলিভারি অর্ডার) স্লিপ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে টাকা নিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির নাম নাজিম উদ্দিন। তিনি খাতুনগঞ্জের হাজি সোনামিয়া মার্কেটের মেসার্স নূর ট্রেডিংয়ের মালিক। গত দুই-তিন দিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন।

নাজিম উদ্দিন কতোজন ব্যবসায়ীর কাছে ডিও বিক্রি করে কী পরিমাণ টাকা নিয়েছেন সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পরিচালক আলমগীর পারভেজ জানান, পারস্পরিক বিশ্বাসের ওপর খাতুনগঞ্জে কোটি কোটি টাকার লেনদেন ও ব্যবসা পরিচালিত হয়। এই বিশ্বাসের ওপর নির্ভর করেই কোরবানিকে সামনে রেখে খাতুনগঞ্জের হাজি সোনামিয়া মার্কেটের মেসার্স নূর ট্রেডিংয়ের মালিক নাজিম উদ্দিনের কাছ থেকে এলাচ কিনতে আগাম টাকা দিয়ে ডিও কিনেছিলেন ব্যবসায়ীরা। এলাচ সরবরাহ না করেই টাকা নিয়ে নাজিম উদ্দিন নিখোঁজ হয়েছেন। 

আরো পড়ুন:

তিনি আরও জানান, এখন পর্যন্ত কতোজন ব্যবসায়ীর কাছ থেকে কী পরিমাণ টাকা নাজিম উদ্দিন নিয়েছেন তা উদঘাটনসহ সার্বিক বিষয়ে কাজ করছে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। 

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়