ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী পোশাক শ্রমিকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ১৩ জুন ২০২৪   আপডেট: ০৯:৩৮, ১৩ জুন ২০২৪
ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী পোশাক শ্রমিকের মৃত্যু 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুবিয়া খাতুন (২৩) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১২ জুন) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নারী শ্রমিক কোনাবাড়ী এলাকার শেনন সোয়েটার্স লিমিটেড কারখানায় জুনিয়র অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে ঠিকানা জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী অটোচালক রেজাউল করিম বলেন, ভোগরা বাইপাস থেকে আমার অটোগাড়িতে করে ৩ জন যাত্রী নিয়ে কোনাবাড়ি যাচ্ছিলাম। এ সময় দুইজন যাত্রী নাওজোর নেমে যায়। পরে বাকি একজন যাত্রীকে নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রিজের কাছে আসলে পেছন থেকে মোটরসাইকেলে এসে ৩ জন ছিনতাইকারী আমার গাড়ি থামায়। এ সময় গাড়িতে থাকা নারীর কাছে মোবাইল চাইলে দিবেন না বলে জানায়। পরে ছিনতাইকারীরা ওই নারীকে  ছুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় আমি তাকে দ্রুত কোনাবাড়ি পপুলার হাসপাতালে নিয়ে আসি। 

কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা পপুলার হাসপাতালে যাই। সেখানে ওই নারী পোশাক শ্রমিকের অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রেজাউল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়