ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেশার টাকা না পেয়ে ঘরে আগুন

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ২৬ জুন ২০২৪   আপডেট: ১৮:২৪, ২৬ জুন ২০২৪
নেশার টাকা না পেয়ে ঘরে আগুন

নড়াইলে নেশার টাকা না পেয়ে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে। বুধবার (২৬ জুন) সকালে পৌরসভার ভাদুলীডাঙ্গা গ্রামে ঘটনাটি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অভিযুক্ত যুবকের নাম গোলক বিশ্বাস (২৫)। তিনি জেলার ভাদুলীডাঙ্গা গ্রামের গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে।

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, গোলক বিশ্বাস নেশা করার জন্য তার মা-বাবার কাছে টাকা চাইতো। টাকা না দিলে তিনি পরিবারের সবাইকে নির্যাতন করতেন। আজ সকালে গোলক তার মা-বাবার কাছে টাকা চান। টাকা দিতে আস্বীকৃতি জানালে প্রথমে গোলক মোটরসাইকেল ভাঙচুর করেন। একপর্যায়ে তিনি ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যান। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আফছার উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি শোনার পর ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ওই যুবক এখনো পলাতক। তাকে ধরতে পুলিশ কাজ করছে।’

শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়