ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাত নেই একটি মাত্র পা, পরীক্ষায় সেটিই ভরসা

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ৩০ জুন ২০২৪  
হাত নেই একটি মাত্র পা, পরীক্ষায় সেটিই ভরসা

পায়ের আঙ্গুলের ভেতর কলম রেখে আলিম পরীক্ষা দিচ্ছেন রাসেল

দুই হাত নেই, নেই ডান পা-ও। বাঁ পা থাকলেও তা স্বাভাবিক আকারের চেয়ে অনেকটা ছোট। শারীরিক সক্ষমতার দিক দিয়ে পিছিয়ে থাকলেও পড়ালেখার প্রতি প্রবল আগ্রহ তার। সে কারণেই পায়ের আঙুলের সাহায্যে লিখে এবার আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন রাসেল মৃধা।

রোববার (৩০ জুন) নাটোরের আল মাদরাসাতুল জামহুরিয়া কামিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন রাসেল। তিনি নাটোরের সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে ও শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষার্থী। ২০২২ সালে একইভাবে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে তিনি জিপিএ ৩.৮৮ পেয়ে উত্তীর্ণ হন।

আরো পড়ুন:

রাসেল মৃধার বাবা আব্দুর রহিম মৃধা বলেন, ‌‘আমার ছেলের পড়ালেখার প্রতি প্রবল আগ্রহ। পরিবারে আর্থিক সমস্যা রয়েছে। কষ্ট করে হলেও ছেলেটাকে পড়ালেখা করাতে চাই। আমার আশা, পড়ালেখা শিখে সে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। আশা করি, সরকার একসময় রাসেলের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে।’

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোতাররফ হোসেন বলেন, ‘শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও রাসেলের পড়ালেখার প্রতি প্রবল আগ্রহ। রাসেল  এ বছর আমার প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়েছে। বিগত পরীক্ষাগুলোতেও সে ভালো ফলাফল করেছে। আমরা আশাবাদী, রাসেল এবারও ভালো কিছু করবে।’

আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়