ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নওগাঁয় পুকুরে ডুবে যমজ শিশু রাম-লক্ষণের মৃত্যু

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ৭ জুলাই ২০২৪  
নওগাঁয় পুকুরে ডুবে যমজ শিশু রাম-লক্ষণের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে রাম (৩) ও লক্ষণ (৩) নামে যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুলাই) দুপুর ১২ টায় ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের পশ্চিম চকভবানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাম ও লক্ষণ পশ্চিম চকভবানী গ্রামের সুজিত ওরাওঁ এর সন্তান।

এই  দুই শিশুর পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল হিল মাহমুদ চৌধুরী।  

স্থানীয় ইউপি সদস্য আবু সালাম বলেন, সকালের খাবার খেয়ে ওই দুই ভাই বাড়ির পাশে খেলতে থাকে। খেলার একপর্যায়ে সবার অগোচরে দুই ভাই বাড়ির সামনে পুকুরে ডুবে যায়। পরে তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে দুজনের লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। 

যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্য এবং প্রতিবেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ প্রসঙ্গে ধামইরহাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বলেন, দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়েই তারা পানিতে ডুবে মারা গেছে।

সাজু/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়