ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ২ জনের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১১ জুলাই ২০২৪   আপডেট: ১৩:২৯, ১১ জুলাই ২০২৪
কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ২ জনের মৃত্যু 

কক্সবাজার শহরে ভারী বর্ষণের ফলে পৃথক পাহাড় ধসের ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিকদার বাজার ও এবিসি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কক্সবাজার শহরের এবিসি ঘোনা এলাকার মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা আক্তার (৩০) ও সিকদার বাজার এলাকার সাইফুল ইসলামের ছেলে নাজমুল হাসান (৫)।

নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।

স্থানীয়দের বরাতে ওসি রকিবুজ্জামান বলেন, বুধবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে টানা মাঝারি ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ভোরে সিকদার বাজার এলাকায় বসবাসকারী সাইফুল ইসলামের বাড়ির ওপর আকস্মিক পাহাড় ধসে পড়ে। এতে মাটির দেওয়াল ভেঙে এক শিশু ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে। পরে স্থানীয়রা খবর পেয়ে মাটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, এছাড়াও ভোরে কক্সবাজার শহরের এবিসি ঘোনা এলাকায় পৃথক পাহাড় ধসের ঘটনায় জমিলা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে।

ভোরে জমিলা আক্তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। তার স্বামী আরেক কক্ষে ঘুমচ্ছিলেন। এ সময় আকস্মিক পাহাড় ধসে জমিলা মাটি চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ নিজেদের বাড়িতে রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

পাহাড় ধসে গত ১৯ জুন রোহিঙ্গা ক্যাম্পে ২ স্থানীয় ও ৮ রোহিঙ্গাসহ ১০ জন এবং ২০ জুন কক্সবাজার সদর উপজেলার বাদশাঘোনা এলাকায় স্বামী-স্ত্রী নিহত হন। ৩ জুলাই উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং বালুখালী এলাকায় আরও ২ জন নিহত হন।

তারেকুর/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়