ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ১৫ জুলাই ২০২৪  
টাঙ্গাইলে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১

টাঙ্গাইলের মধুপুরে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী আনোয়ার হোসেন (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী। তাদের মধুপুর হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী এলাকায় দুর্ঘটনাটি হয়।

এদিকে, দুর্ঘটনার পরপরই টাঙ্গাইল ও ধনবাড়ী মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

মারা যাওয়া আনোয়ার জেলার মির্জাপুর উপজেলার মৃত শুকুর আলীর ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান স্থানীয়দের বরাতে জানান, শেরপুর থেকে যাত্রী নিয়ে মধুপুরের দিকে যাচ্ছিলো একটি সিএনজি চালিত অটোরিকশা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা মহাখালী ট্রাভেলস-এর একটি বাস ধনবাড়ীর দিকে যাচ্ছিলো। গোলাবাড়ি এলাকায় পৌঁছালে বাসটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় টাঙ্গাইল ও ধনবাড়ী মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়