ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামের মুরাদপুর-দুই নম্বর গেইট রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ১৬ জুলাই ২০২৪   আপডেট: ১৭:৩৪, ১৬ জুলাই ২০২৪
চট্টগ্রামের মুরাদপুর-দুই নম্বর গেইট রণক্ষেত্র

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে চট্টগ্রাম মহানগরীর জিইসি, দুই নম্বর গেইট ও মুরাদপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত ছিল। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। নগরীর দুই নম্বর গেইট ও মুরাদপুর এলাকায় থেমে থেমে ককটেল বিস্ফোরণে শব্দ শোনা যাচ্ছে। 

আরো পড়ুন:

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিকেল ৩টার দিকে চট্টগ্রামের ষোলশহর এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিতে শুরু করেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। তখন উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর থেমে থেমে নগরীর মুরাদপুর, দুই নম্বর গেইট এবং জিইসি এলাকায় সংঘাত শুরু হয়।  

চট্টগ্রাম নগর পুলিশের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে পুলিশ। 

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়