ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১৮ জুলাই ২০২৪   আপডেট: ১২:৩৫, ১৮ জুলাই ২০২৪
চট্টগ্রামে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামে কোটা সংস্কারের আন্দোলনের পূর্বঘোষিত কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে সড়কে নামে শিক্ষার্থীরা। এ সময় মহানগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পুলিশের রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে বাকলিয়ার নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম কোটা আন্দোলনকারীদের সমন্বয়ক আবুল ফয়েস মামুন জানান, তারা পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী সকাল ১০টা থেকে নগরীর নতুন  ব্রিজ এলাকায় অবস্থান নেন। সকাল ১১টার দিকে পুলিশ অবস্থানরত ছাত্রছাত্রীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। পুলিশ আন্দোলনকারীদের উপর বেধরক লাটিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। 

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকা থেকে বাকলিয়া পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপের বিপরীতে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে পুলিশের বাকলিয়া জোনের ডিসি মোস্তাফিজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

রেজাউল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়